বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২০
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৩:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের জফরপুর সমতা আশ্রয়ণ প্রকল্পের ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে কাজ-কর্ম বন্ধ থাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হয়।
আজ রবিবার (৫ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ৩ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডাল দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইউপি সদস্য মো. মঈন উদ্দিন প্রমুখ।