মৌলভীবাজার প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
০৫:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের এয়ার ওয়ার্ল্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মো. মাহবুব ফেরদৌস আনোয়ার (৫৯) জেলা কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের ২৫০ শয্যার সদর হাসপাতালের তার মৃত্যু হয়।
মো. মাহবুব ফেরদৌস আনোয়ার সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের ছোট ভাই বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, মাহবুব ফেরদৌস আনোয়ার যক্ষা রোগে ভুগছিলেন। আজ চিকিৎসার জন্য হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।