করোনা সংকটে অসহায় মানুষের পাশে শিপলু

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন



করোনা সংকটে অসহায় মানুষের পাশে শিপলু

একের পর এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আব্দুল মুহিত শিপলু। করোনাভাইরাসের আক্রমণে দেশের এই ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় তার অবদান অনস্বীকার্য। শিপলু মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা।

সম্প্রতি সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই সময়ে সরকার পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। যার কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আর এর ফলে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।

এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আবদুল মুহিত শিপলু। জুড়ীতে তার বাড়ি রয়েছে। সেই বাড়ির ভাড়াটের ভাড়া ও দোকানের ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি।

এছড়াও মানুষকে মহামারী থেকে সুরক্ষা দিতে তিনি নিয়েছেন আরও উদ্যোগ। নিজস্ব উদ্যোগে শহরে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন এবং তার গাড়ি দিয়ে অনেককে সাহায্য করেছেন। পাশাপাশি শহরের ড্রেনগুলো কিভাবে জীবাণুমুক্ত রাখা যায়, সেই কাজও করেছেন তিনি। এছাড়াও গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে অর্থসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিজ হাতে ক্রয় করে পৌঁছে দিয়েছেন।

আব্দুল মুহিত শিপলু সিলেট মিররকে জানান, তার এই সমাজসেবামূলক কাজগুলো চলমান থাকবে। ইতোমধ্যে তিনি আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। সেগুলো শিগগির কাজে পরিণত হবে। তার এ সমাজসেবামূলক কাজের পেছনে নেতা হওয়া বা অন্য কোনো উদ্দেশ্য নেই। তিনি এই কাজগুলোকে মানবসেবা হিসেবে গ্রহণ করেছেন।

তিনি সমাজের সকল বিত্তবানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাই যেন এই দুঃসময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন। আমরা যদি হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াই, কেয়ামতের দিন আল্লাহ আমাদের পাশে দাঁড়াবেন।

এদিকে আব্দুল মুহিত শিপলু ব্যবসায়ীদের একমাসের ভাড়া মওকুফ করায় ব্যবসায়ীরা খুবই আনন্দিত। জুড়ীর অন্য ব্যবসায়ীরা এমন কাজে মুগ্ধ হয়ে অন্যান্য মার্কেটের মালিকদের এরকম মহানুভবতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।