কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় থাকা ভাসমান বেদে পল্লীর অসহায় বেদে এবং ৬ নম্বর দক্ষিণ কুমড়াকাপন এলাকার নদীপাড়ের অসহায় ও দুস্থ মোদক পরিবারের শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জের পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ২টায় পৌর মেয়র মো. জুয়েল আহমেদের ব্যক্তিগত পক্ষ থেকে পৌর এলাকার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান বেদে পল্লী পরিবার ও ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুমড়াকাপন (আংশিক) মদকপাড়া এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আসহাবুর ইসলাম শাওন, শাহিন আহমেদ, সালাহউদ্দিন শুভ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক রানা আহমেদ।
চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবণ, তেল, সাবান ইত্যাদির সমন্বয়ে প্যাকেট করা খাদ্যসামগ্রী কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল নিজ হাতে অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।