কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 'ঘরে থাকুন, নিরাপদ থাকুন'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা দেড়টায় পৌরসভা মিলনায়তনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীন ১৪০ জনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জের পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, মাইটিভি'র জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে প্রমুখ।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।