সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২০
০৮:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৮:৪০ পূর্বাহ্ন
লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাউথ-লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোহাম্মদ তোয়াহিদ আলী (৭৮)।
বুধবার (০১ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও গ্রামে।
তোয়াহিদ আলী ‘ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র একজন সিনিয়র ট্রাস্টি ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনে অবস্থারনত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।