নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২০
০৭:১০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন
সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা দুইজনের করোনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বুধবার (১ এপ্রিল) রাত পৌনে আটটায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি সিলেট মিররকে জানান, গতকাল হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ রাতে মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে তাদের করোনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনো আমাদের কাছে রিপোর্টটি এসে পৌছায়নি।
তিনি আরও জানান, রিপোর্ট আমাদের হাতে আসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না জানা যাবে।
উল্লেখ্য, বর্তমানে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে চারজন কোয়ারেন্টিনে আছেন। তাদের মধ্যে আজ রাতে দুইজনের রিপোর্ট নেগেটিভ আসে। আর গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নতুন দুইজন হাসপাতালের কোয়ারেন্টিনে এসে ভর্তি হোন। তাদের নমুনা সংগ্রহ করে আজ ঢাকায় পাঠানো হয়েছে।
এনএইচ/বিএ- ২০