সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২০
০৫:২৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৫:২৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেছেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ।
আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদের ওপর হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনও ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পেটান। সুলতানকে উদ্ধার করতে গিয়ে আহত হন সাংবাদিক মুজিবুর রহমান ও সাংবাদিক বুলবুল আহমেদসহ আরও পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তিনি দেন ৫ কেজি করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এতে ক্ষিপ্ত হয়ে আজ ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের ওপর হামলা চালান ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ পাল বলেন, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।