নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০২, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে বিপদে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের বাসিন্দা নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সামছু মিয়া ও আদিত্যপুর গ্রামের লিটন রায়।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে তারা তিন গ্রামের অতিদরিদ্র ১২৫টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ টি মাস্ক ও ১টি সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৮ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজু চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, সদস্য সুভাস রায় প্রমুখ।