শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ০১, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১০৫ পিস ইয়াবাসহ মো. সাদির (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সাদির শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর এলাকার আজিজ মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার এসআই আলমগীর।
এসআই আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন কালাপুর ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যকসায়ীকে আটক করেছেন। আটক সাদিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।