কমলগঞ্জে মেয়রের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


মার্চ ৩১, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন



কমলগঞ্জে মেয়রের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের দিনমজুর ও হতদরিদ্ররা।

মৌলভীবাজারের কমলগঞ্জের এসব দিনমজুর ও হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় পৌর মেয়র মো. জুয়েল আহমেদের ব্যাক্তিগত পক্ষ থেকে তার নিজ কার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মেয়র নিজ হাতে এসব খাদ্যসামগ্রী দিনমজুর ও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন।