সৌদিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন



সৌদিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
.

সৌদি আরবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম আল এখবারিয়া সূত্রে জানা গেছে, রিয়াদের উপর দুটি এবং জিজানে একটি মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

তবে সৌদি আরব দাবি করেছে সবকটি মিসাইল মাঝ আকাশেই নষ্ট করে দেওয়া হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবরও জানা যায়নি। 

খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। 

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছেও বলে জানায় সৌদি আরব।