প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা লন্ডন বাংলা প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২১, ২০২৫
১২:২৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২৫
১২:২৯ অপরাহ্ন



প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা লন্ডন বাংলা প্রেস ক্লাবের


বাংলাদেশের জাতীয় সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ এবং ডেইলি নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাংচুর, সম্পাদক ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর বাধা।’

বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এই দুঃসময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের পাশে রয়েছে । একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।’

একই বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন । তারা বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন এবং সেই সংগ্রামী পথেই তিনি শহীদ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ নেতৃবৃন্দ ওসমান হাদির হত্যাকারী ও নেপথ্যের কারিগরদের, তথা নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

তবে বিবৃতিতে নেতৃবৃন্দ  ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে কোনো উস্কানিতে পা না দিয়ে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়ে বলেন, হামলা বা অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং তা তাদের প্রতি অশ্রদ্ধারই শামিল।’

তারা আরো বলেন, ‘বাংলাদেশে নানা মতাদর্শের গণমাধ্যম রয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশের সুযোগ ও অধিকার থাকবে; কিন্তু সহিংস আক্রমণ কোনোভাবেই সমাধান হতে পারে না।’


এএফ/০১