সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫
০১:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২৫
০২:০২ অপরাহ্ন
সিলেটে মাদরাসাছাত্র অপহরণ চেষ্টার ঘটনায় একজন আটক
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নবাব রোড এলাকায় মাদরাসাছাত্র অপহরণচেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের একটি দল। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের লালাদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন লালাদিঘীর পাড় এলাকার আলিম মিয়ার ছেলে হিসাম আহমদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে নগরের নবাব রোড এলাকায় একটি প্রাইভেটকার থেকে ফিল্মি স্টাইলে এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীর পাড়স্থ মাহমুদ ভিলা–৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সন্দেহভাজন হিসামকে আটক করা হয়।
এদিকে মহানগর পুলিশের একটি সূত্র বলছে, প্রাথমিক তদন্তে আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অপহরণচেষ্টার ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালি মডেল থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় মূলে কাদের ইন্ধন রয়েছে সেগুলো খোঁজা হচ্ছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিসি / ০৪