বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৫
০৯:৩১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৫
০৯:৩৩ অপরাহ্ন



বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন: ফয়সল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বাঘা বিএনপির ঘাটি। এজন্য বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বাঘায় উন্নয়ন হয়নি, বাঘাবাসির ভাগ্যের উন্নতি হয়নি।’ তিনি বলেন, ‘বাঘার নেতাকর্মীরা ২০১৮ সালে স্বৈরাচারী হাসিনা সরকারের বিভিন্ন মামলা, হামলা, নির্যাতন, উপেক্ষা করে আমার পক্ষে কাজ করে বাঘায় বিজয়ী করেছিলেন। এজন্য অনেকে আমায় বলে আমি বাঘার এমপি। বাঘা ইউনিয়ন বিএনপি ঘাটি।’

আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বটরতল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বাঘা আমার অত্যান্ত প্রিয় এলাকা। ২০১৮ সালে স্বৈরাচারী হাসিনা সরকারের বিভিন্ন মামলা হামলা নির্যাতন উপেক্ষা করে নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করে বাঘায় বিজয়ী করেছিলেন। এজন্য অনেকে আমায় বলেন, আমি বাঘার এমপি। বাঘা ইউনিয়ন বিএনপি ঘাটি। এজন্য আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নের বিগত ১৭ বছর কোন উন্নয়ন করেনি।’


বাঘা ও আশপাশ অঞ্চলের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বুরহান উদ্দিন সড়ক বিএনপি সরকারের আমলে হয়েছিল। কিন্তু এরপর আর কোনো সংস্কার হয়নি। গোলাপগঞ্জবাসীর তেল গ্যাসে বিদ্যুৎ চলে। কিন্তু আমরা গ্যাস থেকে বঞ্চিত। সুরমা নদীতে একটি ব্রিজের অভাবে গোলাপগঞ্জ থেকে বাঘা ইউনিয়নবাসী পৃথক হয়ে আছেন। আওয়ামী লীগ সরকার চায়নি বাঘাবাসীর ভাগ্যের পরিবর্তন হোক, তাই এই ব্রিজ তারা করেনি। আমরা বিগত দিন সংসদে আমরা কোন কাজের মানুষ পাঠাতে পারিনি, যারা আমাদের ন্যায্য দাবি আদায় করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটা উন্নয়ন জাতী গঠনের চেষ্টা করেছেন। তিনি শ্রম বাজার উম্মুক্ত করেছিলেন। তার মাধ্যমেই বাংলাদেশের গার্মেন্টস চালু করে ছিলেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। জিয়াউর রহমান ওআইসি গঠন করে মুসলীম উম্মাদের একত্রিত করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘সেই যোগ্য পিতার যোগ্য সন্তান হলেন তারেক রহমান। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ৩১ দফা ঘোষণা করেছেন। যার প্রতিটি দফা এদেশের গরীব দুঃখী অসহায়দের জন্য। বিএনপি হচ্ছে উন্নয়নের দল, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের চিত্র বদলে যাবে। বেগম খালেদা জিয়া বিগত দিন তা দেখিয়েছিলেন। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চাই।’

বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল এবং সহ সাধারণ সম্পাদক সেনাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মোরাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার।

অনুষ্ঠানে বাঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এএফ/০৭