সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২৫
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২৫
০৬:৫২ অপরাহ্ন



সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু


সিলেটের কানাইঘাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক স্কুল শিক্ষিকা। বুধবার সকালে উপজেলার হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়িবিল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ফাতিমা বেগম কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর (নতুন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন। হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়িবিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালিক আহমদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা বেগমকে মৃত ঘোষণা করেনসালিক আহমদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

জিসি / ০৫