ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্ব

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৯, ২০২৫
০৪:০২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২৫
০৪:০২ অপরাহ্ন



ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্ব


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সঙ্গে যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে করে বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের কভার ক্ষতিগ্রস্ত হয়। এতে ড্রিমলাইনারের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরীক্ষা নীরিক্ষা করে দেখছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশলীরা। পরীক্ষা শেষে জানা যাবে বিমানটি উড্ডয়ন উপযোগী কি না।

এদিকে এ ঘটনার পর বিজি-২০১ এর ফ্লাইট স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন লন্ডনগামী ২৬২ জন যাত্রী। সকাল থেকে তারা বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় বসা। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান আনা হয়েছে।

যাত্রীদের নিয়ে এ বিমানটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচাল মো. হাফিজ আহমদ। তিনি বলেন, ‘বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কায় ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ইঞ্জিনিয়ারিং থেকে বিষয়টি দেখা হচ্ছে যথাযথভাবে।’

দুপুর আড়াইটার দিকে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিকল্প ফ্লাইট ঢাকা থেকে এসে নেমেছে।

যাত্রীদের বোর্ডিং শেষ পর্যায়ে। এটি শেষ হলে ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে।’


এএফ/০২