আন্দোলনের মুখে শাকসুর রোডম্যাপ-নির্বাচন কমিশন গঠনের আশ্বাস

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২৫
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৫
০৮:৩২ অপরাহ্ন



আন্দোলনের মুখে শাকসুর রোডম্যাপ-নির্বাচন কমিশন গঠনের আশ্বাস


শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ, তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সোমবার শাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করার আশ্বাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টার দিকে সেখানে শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন শাবিপ্রবির উপ-উপাচার্য সাজেদুল করিম।

এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। 

জানা গেছে, আগের দিনের ঘোষণা অনুযায়ী শাকসু নির্বাচনের দাবিতে বুধবার বিকেল ৩টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে আসেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। 

তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সঙ্গে আমরা এখানে আলোচনায় বসতে পারি অথবা তোমার এলে আমরা বিষয়টি নিয়ে বসে আলোচনা করতে পারি।

’ তখন আন্দোলনকারীরা বলেন, ‘আপনাদের সঙ্গে অনেকবার বসেছি। কোনো লাভ হয়নি।’ পরে উপ-উপাচার্য বলেন, ‘তাহলে আমাদের কিছু সময় দিতে হবে। আমরা আলোচনা করে কিছুক্ষণ পর আবার আসি।’ শিক্ষার্থীরা তাতে সম্মতি দিলে তারা গিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে ফের ৫টার দিকে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘উপাচার্যের সঙ্গে আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন আগামী সোমবার (২৭ অক্টোবর) শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনও ঘোষণা করা হবে।’ 

প্রশাসনের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আগামী সোমবারে শাকসুর রোডম্যাপ, তফসিল ও কমিশন গঠনের ঘোষণা দেওয়া হবে বলে প্রশাসন স্পষ্ট জানিয়েছেন। আমরা আশা করছি,  ওই দিনই শাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ আমরা জানতে পারব।

তা না হলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় চালিয়ে যাব, কিন্তু তা আরো কঠোরভাবে।’



এএফ/০১