রাজধানীতে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, সিলেটে নামছে ঢাকার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৮, ২০২৫
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২৫
০৬:৪৭ অপরাহ্ন



রাজধানীতে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, সিলেটে নামছে ঢাকার ফ্লাইট


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার ঘটনায় রিয়াদ-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-৩৪০) ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত একটি মাত্র ফ্লাইট রুট পরিবর্তন করে সিলেটে অবতরণ করেছে। তবে আরো ফ্লাইট এসে নামতে পারে। এ ছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন অব্যাহত রয়েছে। আর অন্যান্য বিমান ল্যান্ডিং করলেও সে প্রস্তুতি রয়েছে।


এএফ/০৩