শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫
০৪:৪১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৫
০৪:৪১ অপরাহ্ন
ক্যাম্পাসের চলমান পরিস্থিতি ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। এসময় শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তুলেন তারা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত কিছু পরিস্থিতি, শিবিরের অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আবাসনের সংকট শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগ ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে। যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা ও সময়োপযোগী বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। আমরা বরাবরই এ সমস্যা দূর করতে বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছি। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো তার শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজন স্বাধীন, নিরাপদ ও সহাবস্থানমূলক শিক্ষার উপযোগী পরিবেশ। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে অস্থিরতা, বহিষ্কার ইস্যুতে উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করে তুলতে এবং শিক্ষার্থী ভাইবোনদের স্বার্থে আমাদের কিছু প্রস্তাবনা এবং দাবি পেশ করছি।”
এছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি, শাকসু দ্রুত বাস্তবায়ন করা, সহাবস্থানমূলক ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বহিষ্কার ইস্যু ও বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ইত্যাদি বিষয়ে কিছু প্রস্তাবনা ও দাবি পেশ করেন তারা।