নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৫
০৭:১৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২৫
০৭:১৫ অপরাহ্ন
খ্যাতিমান আলোকচিত্রি শহিদুল আলমের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় নগরের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুশরা সুহেলের পরিচালনা সমাবেশে বক্তব্য দেন- বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, নগর শাখার সহ-সভাপতি দোয়েল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘গাজা অভিমুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। যাদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও ছিলেন। তাকে গ্রেপ্তারের পর নির্মম নির্যাতন করে ইসরায়েলী বাহিনী। আমরা তার নিন্দা জানিয়েছিলাম। তবে কিছুদিন আগে তাদের ১৭১ জনকে মুক্তি দেওয়া হয় ‘ তারা বলেন, ‘আরেকটি গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কনশেসনের ৯টি নৌবহর যায় সেখানে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম গ্রেপ্তার করা হয়। গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু শহিদুল আলমকে এখন ও মুক্তি দেওয়া হয়নি। আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।’
একই সাথে শুধু যুদ্ধ বিরতি নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিারা বলেন, ‘এখন এক হওয়ার জরুরি। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম কোন ধর্মযুদ্ধ নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই। এ লড়াতে সকলের অংশগ্রহণ দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে বিকশিত করবে।’
এএফ/০৩