শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৯, ২০২৫
০৩:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৫
০২:২৪ অপরাহ্ন



শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

এসময় বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এরপূর্ব পর্যন্ত অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানব না, সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, এক হও লড়াই কর!, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে!, প্রশাসনের স্বৈরাচারিতা মানিনা, মানব না! ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পাশাপাশি নানা রকম প্রতিবাদী লেখা সম্বলিত প্লাকার্ড হাতে দাঁড়ান তারা।

এসময় শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদের মতো স্ক্রিপ্ট বানান বলে অভিযোগ করেন আন্দোলনরত এক শিক্ষার্থী ।

অর্থনীতি বিভাগের হাফিজুল ইসলাম ২০২১-২২ শিক্ষাবর্ষের হাফিজুল ইসলাম বলেন, “একটি মীমাংসিত ঘটনাকে অধিকতর তদন্তের নামে তিনটি সিন্ডিকেট মিটিং উপেক্ষা করে ২৩৭তম সিন্ডিকেটে এসে শিক্ষার্থীদের শাস্তি প্রদান করা হয়েছে। প্রশাসন ক্ষমতা চর্চা করে জানাতে চায় আমরা তাদের কাছে জিম্মি, কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা কারো কাছে জিম্মি না। বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করলাম।”

হাফিজুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে নাটক শুরু করছে। আর এই নাটকের স্ক্রিপ্ট যায় প্রক্টর অফিস থেকে। আমাদের প্রক্টর ডিবি হারুনের মতো স্ক্রিপ্ট বানায়।

তিনি আরো বলেন, নাট্যমঞ্চ সাজিয়ে শিক্ষার্থীদের জিম্মি করতে চায় তারা। জিম্মি করার যে পায়তারা এটা সাস্টে চলবে না। আমরা কারো কাছে জিম্মি থাকতে চাই না।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপর র‌্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি বিভাগ ও পরিসংখ্যান বিভাগের পৃথক তিনটি ঘটনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের একজনকে আজীবনসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

জিসি / ০৫