নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৯, ২০২৫
০৪:৩৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২৫
০৪:৩৭ পূর্বাহ্ন
শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ পরলোক গমন করেন। সিলেট মুরারি চাঁদ কলেজের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সাহা সিলেটে তাঁর কর্মজীবনের ৪৮ বছর অতিবাহিত করেন। সিলেটসহ সারা দেশে রয়েছে তাঁর শত শত শিক্ষার্থী ও অনুরাগী।
অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণ সভা আয়োজক পর্ষদ, সিলেট এর আয়োজনে আগামী কাল ১০ অক্টোবর, শুক্রবার বিকেল সাড়ে চারটায় নগরের সারদা হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য আয়োজক পর্ষদ-এর আহŸায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন অধ্যাপক প্রশান্ত কুমার সাহার অনুরাগীদের আহŸান জানিয়েছেন।