কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে ৪ ঘন্টা নরসিংদিতে আটকা

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৮, ২০২৫
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২৫
০৩:৫১ অপরাহ্ন



কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে ৪ ঘন্টা নরসিংদিতে আটকা


ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে সাড়ে ৪ ঘন্টা আটকা পড়ে। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাত ৮টা ৩৩ মিনিটের দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল কালনী এক্সপ্রেসের। কিন্তু সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে ৩টা ৪৩ মিনিটে যাত্রা শুরু করে। এরপর নরসিংদির দৌলতকান্দি স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ট্রেনের যাত্রী লুবাবা আনজুম অভিযোগ করে বলেন, ‘প্রায় এক ঘন্টা বিলম্বে ট্রেনটি যাত্রা শুরু করে। এরপর থেকেই একটু পর পর থামছিল, অর্থাৎ সমস্যা শুরু থেকেই ছিল।  দৌলতকান্দি স্টেশন আসার পর তো একেবারেই বন্ধ হয়ে যায়।’ 

ট্রেনের আরেক যাত্রী আব্দুল মোহাইমিন লাবিব বলেন, ‘বিমানবন্দর থেকে ছাড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আগে কোনো স্টেশনে থামার কথা ছিল না। কিন্তু এখন দৌলতকান্দি দাঁড়িয়ে ছিল ৪ ঘণ্টা ২৭ মিনিটের মতো। এরপর ছেড়েছে।’

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় কালনী এক্সপ্রেস নরসিংদির দৌলতকান্দি স্টেশনে আটকা পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি ফের রাত ৮টা ৩৩ মিনিটে যাত্রা শুরু করে। 


আরসি-০১/ এএফ-০৭