নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৪, ২০২৫
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২৫
০৭:৪০ অপরাহ্ন
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট ও ভায়রা ভাইয়ের নামে ধলাই নদ দক্ষিণ বালু মহাল ইজারা নিয়ে ইজারা বহিভূত এলাকা থেকে বালু লুটে অন্যতম হোতা আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ আলফু ওরফে আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি।’ তিনি বলেন, ‘সিলেটের বিভিন্ন থানার ১৭ মামলার আসামি আওয়ামীলীগ নেতা আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ পুলিশ।’