গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২৫
০৩:২০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২৫
০৩:২৪ অপরাহ্ন



গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার


সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারীর নাম সাহিদা বেগম (২৩)। তিনি ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী। পারিবারিক কলহের জেরে রেজাউল করিম নিজ বাড়িতে স্ত্রীকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক স্বামী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তা।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকালে তা চরমে উঠলে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে সাহিদা বেগমকে হত্যা করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জিসি / ০৫