‘সত্যিকার অর্থে ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশে জবাবদিহিতা নিশ্চিত হবে: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০২, ২০২৫
১০:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২৫
০২:৫২ পূর্বাহ্ন



‘সত্যিকার অর্থে ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশে জবাবদিহিতা নিশ্চিত হবে: ফয়সল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিতে ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘সত্যিকার অর্থে ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।’

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়ন গোবিন্দশ্রী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সবায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

২ নম্বর ওয়ার্ড গোবিন্দ শ্রী ওয়ার্ড বিএনপির সভাপতি মুছলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ ও কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবি আলম রুহানের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, হাজী এম এ মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি ফয়সল উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আহমেদ মেম্বার, মো মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সিলেট জেলা যুবদলের প্রানী বিষয়ক সম্পাদক খায়রুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাসনাত জামিল,হোসেন আহমদ মেম্বার, বিলাল উদ্দিন,শাহ এমদাদুল্লাহ,জমির উদ্দিন, রস্তুম আলী,নিজাম আলী ভূইয়া,যুবদল নেতা ওলিউর রহমান তারেক, শাহ আলম,ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মুন্না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমল এখন আর নাই। মানুষ পরাধীনতার শৃঙ্খল ভেঙে এখন সচেতন হয়ে উঠেছে। তারা এখন অধিকার সচেতন, জবাবদিহিতা চায়। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে।’ তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী থেকে শুরু করে সরকারী কর্মকর্তা কর্মচারী সবাইকে জবাবদিহি করতে হবে। বিএনপির ৩১ দফার মধ্যে সবকিছুই রয়েছে।’ এটি বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘৩১ দফা বাস্তবায়ন করা গেলে শুধু সুশাসনই প্রতিষ্ঠা হবে না সঙ্গে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে এবং সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে।’



এএফ/০১