সব ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করবে বিএনপি: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০১, ২০২৫
০৪:২০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২৫
০৪:২০ অপরাহ্ন



সব ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করবে বিএনপি: ফয়সল চৌধুরী


সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপ পরিদর্শন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টা অবধি উপজেলার বাদেপাশা ইউনিয়ন, শরিফগঞ্জ ইউনিয়ন, ভাদেশ্বও ইউনিয়ন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন মÐপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ হচ্ছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় ভেদাভেদ ও হানাহানি সৃষ্টি করে রেখেছিল। দেশের সম্প্রীতি বিনষ্ট করতে আওয়ামী সরকারের এজেন্টরা পূজার সময় হাঙ্গামা করার অপচেষ্টা করতো। এর ফল তারা পেয়েছে। দেশের মানুষ তাদেরকে বিদায় করেছে।

এবারও ঠিক পূজার সময় পার্বত্য অঞ্চলে এইসব পরাজিত ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির অপচেষ্টা করেছে দাবি করে ফয়সল চৌধুরী বলেন, ‘কিন্তু দেশের মানুষ এখন সজাগ ও সচেতন। ফ্যাসিস্টদের দুরভিসন্ধি মানুষ বুঝে গেছে। তাদের কোনো অপচেষ্টা আর সফল হবে না।’

তিনি বলেন, বিএনপি সম্প্রীতি ও সৌহার্দ্যতায় বিশ্বাসী দল। ফলে বিএনপির রাজনীতিতে বিভিন্ন মত, পথ ও বিশ্বাসের লোকজন এসে জড়ো হন। বিএনপি তাদের আস্থা অর্জন করেছে। জনগণের ভোটে সামনে বিএনপি ক্ষমতায় গেলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান তথা সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা হবে। সবার জন্য একটি নিরাপদ, শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে। আমাদের আপোসহীন নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন।

দূর্গাপূজায় বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। একইসাথে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার বা যেকোনো স্থানে কোনো সনাতন ধর্মাবলম্বী সমস্যায় পড়লে বিএনপি নেতাকর্মীরা তার পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দেন ফয়সল চৌধুরী।

ফয়সল চৌধুরীর পরিদর্শনকালে ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের শ্রী শ্রী কৃষ্ণ মন্দির দূর্গাপূজামণ্ডপ সভাপতি অরবিন্দু, সাধারণ সম্পাদক ঝলক দাশ, সাংগঠনিক সম্পাদক শংকর দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্তিত ছিলেন। ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের রাংজিয়ল শ্রী শ্রী কালাচাঁদ বাড়ি সার্বজনীন পূর্জামÐপ সভাপতি শ্রীবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক কার্তিক বিশ্বাস। কাদিপুর উত্তর পাড়া সার্বজনীন দূর্গাপূজামÐপ সভাপতি শ্রী সুবোধ রঞ্জন দাশ মেম্বার সাধারণ সম্পাদক শ্রী সুবোধ মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্তিত ছিলেন।

এদিকে, ৬ নম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরের সভাপতি ডা. বাসুদেব কর্মকার, সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ দেব, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎভূষণ দেব। ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির  সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ সভাপতি উজ্জল দেবু সাধারণ সম্পাদক সত্যজিৎসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্তিত ছিলেন।

নেতাকমীদের মধ্যে উপস্তিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ক্ষুদ্র ও ঋণ সমবায় সম্পাদক খুরশেদ আলম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা যুবদল নেতা সারওয়ার আহমদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়নের সভাপতি সামসুল ইসলাম গেদাই, সাধারন সম্পাদক আমিনুর রহমান কামাল, যুগ্ন সম্পাদক হাবিব মিয়া, সাংগঠনিক সমপাদক শাহিন মিয়া, শরিফগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি শওকত আলী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উত,ু সাধারণ সম্পাদক মুহিব হোসেন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মাছুম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম সায়েক, সাধারণ সম্পাদক আলী লিবার, বিএনপি নেতা এনাম আহমদ, জাবের আহমদ, আমিন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ইউপি সদস্য বাচচু  আহমদ, যুবদল নেতা মহসিন, ,সালাউদ্দিন,নাসির আহমদ, মামুন, কামরান আহমদ, নজরুল  আহমদ, জামিল আহমদ, শ্রমিকদল নেতা দুলাল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান মাহমুদ খান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদ হাসান, সাধারণ সম্পাদক মান্না আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ, ঢাকা দক্ষিণ বহুমুখী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমদ, বাঘিঘাট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাশেদ, নাসির উদ্দিন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ইফতি, ঢাকা দক্ষিণ বহুমুখী কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাইমিন আরিফ চৌধুরী, সিলেট ল কলেজ ছাএদলের সহ সভাপতি রায়হান ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাএদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহফুজ মারজান, এমসি কলেজ কলেজ ছাএদলের সহ সাংগঠনিক আব্দুল মজিদ,কুশিয়ারা কলেজ ছাএদলের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক রায়েল আহমদ, ইউনিয়ন জাসাসের সাবেক সাধারন সম্পাদক জাবের, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা রাহিদ আহমদ মারজান আহমদ ও সায়েম আহমদ  প্রমুখ।



এএফ/০১