৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন নারীরা: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২৫
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২৫
০৯:১৫ অপরাহ্ন



৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন নারীরা: ফয়সল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই নারী সমাজের উন্নয়নে কাজ করেছে। বিএনপি নারীদেরকে ভিন্ন চোখে দেখে না। বিএনপি মনে করে, নারীরা পুরুষের সহযাত্রী এবং নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠবে।’

তিনি বলেন, ‘এজন্য নারীদের উন্নয়নে তাদেরকে সমাজের মূলধারার সঙ্গে সমানতালে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনে বঞ্চিত নারী সমাজ তাদের যথাযথ মর্যাদা ও অধিকার ফিরে পাবে।’

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মহিলা সমাবেশ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ, নারীরা ঘরে ঘরে যেতে পারেন। তাদের সাথে মা-বোনদের সহজাত সুসম্পর্ক থাকে। ফলে নারীদের মাধ্যমে ৩১ দফার বার্তা ঘরের অন্দরমহলে পৌঁছে দেওয়া সহজ। এ লক্ষ্যে আমাদের বিএনপি, মহিলা দল কিংবা যুবদল, ছাত্রদলে যেসব নারী, তরুণী আছেন, তারা কার্যকর ভূমিকা রাখছেন। তাদেরকে আরও সক্রিয় হতে হবে।’

ক্ষমতায় এলে কৃষির উন্নয়নে বিএনপি আন্তরিকভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে উল্লেখ করে ফয়সল চৌধুরী বলেন, ‘কৃষি আমাদের প্রাণ। এ দেশ কৃষির উপর নির্ভরশীল। ফলে কৃষির উন্নয়ন, অগ্রগতি নিয়ে বিএনপি অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দেবে। কৃষকদের বাঁচাতে তাদেরকে বেশি করে সহযোগিতা প্রদান, প্রণোদনা দেওয়া, বিনামূল্যে সার ও বীজ দেওয়াসহ নানা কাজ করবে বিএনপি।’

স্পেন প্রবাসী শুক্কুর আরীর সার্বিক সহযোগিতায়, সাবেক মেম্বার নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ক্ষুদ্র ও ঋণ সমবায় সম্পাদক খুরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়নের কৃষক দলের সভাপতি শওকত আলী, শরীফগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাফিজ উদ্দিন, আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মাতাব উদ্দিন,  সহ সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক হাবি সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান মিয়া, বিএনপি নেতা আজম আলী, শুক্কুর আলী, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক সাহাজান মিয়া, বিএনপি নেতা মুক্তার আলী, ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা রেজান মিয়া, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের শরীফগঞ্জ শাখার সভাপতি জিতু দাস, মহিলাদল নেত্রী শরিফা, রিনা, আছমা, শাহিদা,  সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সানি, সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি তানিম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হক রেজা, বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন, ২ নম্বর গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমান, দপ্তর সম্পাদক তানজিল ইসলাম চৌধুরী, ছাত্রদল নেতা, অমিত ইসলাম, তানভীর আহমদ,  বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা রাহিদ আহমদ, মারজান রহমান, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান হোসেন, সহ সভাপতি আফছর উদ্দিন, দপ্তর সম্পাদক আববাস ইবনে খলিল, সদস্য কামরুল হাসান জাকারিয়া রাফি আহমদ, কুশিয়ার ডিগ্রি কলেজের সিনিয়র সহ সভাপতি তাহমিদ হাসান, সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহবুজ মারজান, এমসি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কুশিয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাছিত, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাবের আহমদ প্রমুখ। এছাড়াও শরিফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশা পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এএফ/০২