বাসদ নেতা জাফর ও প্রণবের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৯, ২০২৫
১২:৫৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২৫
০১:২১ অপরাহ্ন



বাসদ নেতা জাফর ও প্রণবের জামিন মঞ্জুর


গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিনে মুক্ত হয়েছেন। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারীফুল হকের কাছে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। 

প্রসঙ্গত, বাসদ নেতা আবু জাফর ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে এবং একই বছর প্রণব জ্যোতি পাল সিলেট-১ আসনে সংসদসদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


এএফ/০১