সিলেটে দুর্গাপূজা উপলক্ষে এনসিপির মনিটরিং টিম গঠন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৭, ২০২৫
১১:২০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৫
০২:৫৯ পূর্বাহ্ন



সিলেটে দুর্গাপূজা উপলক্ষে এনসিপির মনিটরিং টিম গঠন


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় বজায় রাখতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এনসিপি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খাঁ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, এই মনিটরিং টিম পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।

মনিটরিং টিমের সদস্যরা হলেন- নাজিম উদ্দিন শাহান, ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল আরিফ, সালমান আহমদ খোরশেদ, মুস্তাফিজুর রহমান, এডভোকেট আব্দুর রহমান আফজাল, কিবরিয়া সারোয়ার, মুস্তাক আহমদ, প্রকৌশলী আদনান তায়্যিব ও নিজাম উদ্দিন।

এনসিপি নেতারা বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যে মনিটরিং টিম সর্বস্তরের মানুষের সাথে একযোগে কাজ করবে।’


এএফ/০৩