শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৩২৩ পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে চাল-ডালের উপহার বিতরণ

শ্রীমঙ্গল


সেপ্টেম্বর ২৭, ২০২৫
০৭:২৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৫
০৭:২৯ অপরাহ্ন



শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৩২৩ পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে চাল-ডালের উপহার বিতরণ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩২৩টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় থেকে সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপহার হিসেবে প্রতিটি পূজামণ্ডপে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা পৌঁছে দেওয়া হয়। শ্রীমঙ্গল-কমলগঞ্জের প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোতেও বিএনপি নেতাকর্মীরা সরাসরি উপহার পৌঁছে দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। এসময় পূজামণ্ডপের বিভিন্ন প্রতিনিধি উপহার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল বৈদ্যসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

সুনীল বৈদ্য বলেন, “মহসিন মিয়া মধুর এ মহতি উদ্যোগ দুর্গোৎসবকে আরও আনন্দঘন করবে এবং আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।”

বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন, “ধর্ম যার যার, দেশটা আমাদের সবার—এই বিশ্বাসেই বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবারই সহযোগিতা দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি।”

অনুষ্ঠান শেষে পূজামণ্ডপের প্রতিনিধিরা মহসিন মিয়া মধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এএফ/০২