নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপের করা হচ্ছে: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৭, ২০২৫
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৫
০৪:১৬ পূর্বাহ্ন



নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপের করা হচ্ছে: ফয়সল চৌধুরী

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ফয়সল আহমদ চৌধুরী।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য  প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ এখন নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা জাতি একটি উৎসবমুখর নির্বাচন দেখতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। দেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। ’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি  ইউনিয়নের পাঁচমাইলস্থ বিএনপি নেতা ও সাবেক মেম্বার মরহুম  খলকু মিয়ার বাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন। 

১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী আরো বলেন, ‘মানুষের ভোটাধিকার নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই সময়ে একটি গোষ্ঠী অযৌক্তিক কিছু দাবি নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিজয় আসন্ন দেখে তাদের মাথা খারাপ হওয়ার দশা। কিন্তু এ দেশের মানুষ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে সমুচিত জবাব দেবে।’

১ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হাজী সুরুজ আলী মেম্বারের  সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মালিক  পরিচালনায়  আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী , কফিল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্তা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল,সদস্য আব্দুস শহিদ, ফখরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিদ, যুগ্ম সাধারণ ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা এনামুল ইসলাম এমন, এছাড়াও গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় উপস্থিত ছিলেন।



এএফ/০১