শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫
০৮:৪০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৫
০৮:৪০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশন গঠন ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করেছে শিক্ষার্থীদের একটি দল।
আজ বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরি, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এসময় শিক্ষার্থীরা দ্রুত শাকসু নির্বাচন কমিশন গঠন ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করার দাবি জানায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজাদ শিকদার জানান, আমরা আজকে প্রশাসনের সাথে শাকসুর রোডম্যাপ দ্রুত দেয়ার দাবি জানিয়েছি। আজকে সিন্ডিগেট মিটিংয়েই নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছি।
গত ১৪ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের প্রথমার্ধে হবে বলে জানিয়েছেন উপাচার্য। এ ঘোষণার পরপরই নির্বাচন কমিশন গঠনের কথা বলেছিলেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তবে প্রায় ১০ দিন পার হয়ে গেলেও কমিশন গঠনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন।
এনএ-০১/এএফ-০৩