নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৫
০৫:২৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৫
০৫:২৩ অপরাহ্ন
সিলেটে র্যাব-৯ এর হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে র্যাব।
তানভীর চৌধুরী নামে ওই ব্যক্তির বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। গত ১১ সেপ্টেম্বর নিজের দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর তিনি জৈন্তাপুর পালিয়ে এসেছিলেন। সেখান থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। আর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সোমবার জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি বলেন, রবিবারই নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
এএসপি সোহাগ জানান, নওগা থানার একটি হত্যা মামলায় শনিবার তাকে সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করেশ্রেীরামপুর এলাকার র্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিলো।
এএফ/০৪