নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ১৫, ২০২৫
                        
                        ০১:৩৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৫
                        
                        ০১:৩৫ অপরাহ্ন
                             	
                        
            
    সিলেট নগরের সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) এবং জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে ‘
এএফ/০২