নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৫
০২:২২ পূর্বাহ্ন
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের লুটের ঘটনায় পদ স্থগিত হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৯) -এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে সাদাপাথর লুটপাট কাণ্ডে দেশব্যাপী তোলপাড়ের মুখে গত ১১ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।
জানা যায়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপি'র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জায়গা দখল, সাদাপাথর লুট ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ ছিল।
এএফ/০১