সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৫
০৩:৩৪ অপরাহ্ন
সিলেট সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চালান জব্দ
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় গরু, মদ ও বিভিন্ন রকম পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়।
বিজিবি জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া শনিবার জৈন্তাপুর, গোয়াবাড়ি ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যেও মূল্য প্রায় ১৭ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মোট মূল্য ১৭ লাখ ৬৯ হাজার টাকা। চোরাচালান বিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
জিসি / ০৫