সিলেট উইমেন চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় রেহানা আফরোজকে সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৩, ২০২৫
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৫
০১:০৭ পূর্বাহ্ন



সিলেট উইমেন চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় রেহানা আফরোজকে সংবর্ধনা
স্বাবলম্বী নারী উদ্যোক্তা নির্ভর সমাজ বিনির্মানে কাজ করতে চাই- রেহানা আফরোজ খান


তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আফরোজ খান সম্প্রতি সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিপুল ভোটে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এই অর্জনে তাকে সংবর্ধনা দিয়েছে তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরের মজুমদারীস্থ তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি হাফিজ খান,  শাহগীর আহমদ, সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন মিসবাহ,  মুসাদ্দিক খান, কোষাধ্যক্ষ রাহাত খান রাছিসহ এলাকার মুরব্বী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক বলেন, ‘রেহানা আফরোজ খান একজন আত্মপ্রত্যয়ী এবং দুরদর্শী নারী । তার নেতৃত্বে তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা তথা সিলেটের নারী সমাজ আর্থিক স্বচছলতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি মনে করি। 

সংস্থার সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাফিজ খান শাফি তার বক্তব্যে বলেন, ‘রেহানা আফরোজ খান নিঃসন্দেহে একজন অনুকরণীয় নারী উদ্যোক্তা। সিলেট উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক মনোনীত হওয়ায় আমরা গর্বিত। তার নেতৃত্ব গুণ আছে আমি বিশ্বাস করি তিনি সেই গুণটি কাজে লাগিয়ে সিলেটের নারী উদ্যাক্তাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রেহানা  আফরোজ খান বলেন, ‘এই জয় সম্ভব হয়েছে আমার সম্মানিত উদ্যোক্তা আপুদের দোয়া এবং ভালোবাসার জন্য। তারা সব ভেদাভেদ ভুলে শুধু মাত্র উদ্যোক্তা পরিচয়কে বড় করে তুলতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।  এই জয় গোটা উদ্যোক্তা নারীদের জয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তাদের এই ভালোবাসার সম্মান রাখতে।’



এএফ/০১