সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ৩০, ২০২৫
                        
                        ০৫:১৩ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ৩০, ২০২৫
                        
                        ০৫:৫৪ অপরাহ্ন
                             	
                             সিলেট সীমান্তে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল আটক
    সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে ৯০০ গজ ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত ট্যাবলেটের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার টাকা।
এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০ টি আটক করে। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা।
দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
জিসি / ০৩