সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২৫
০৩:৩৯ অপরাহ্ন
জনগণের কাছে ৩১ দফার সুফল বেশি করে তুলে ধরার আহবান জানিয়ে সিলেট- ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদসদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ তফার আলোকেই আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য জনগনের কাছে বেশি বেশি করে ৩১ দফার সুফল তুলে ধরতে হবে।’ এসময় তিনি নেতাকর্মীদের নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে সার্বিক প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১০টায় গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনার খোরশেদ আলমের বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ফয়সল চৌধুরী আরো বলেন, ‘বিএনপির শেকড় এদেশের মাটির অনেক গভীরে। ফ্যাসিস্ট হাসিনার পতনে ছাত্র-জনতার ত্যাগ অপরিসীম। কিন্তু জাতীয়তাবাদী শক্তির অবদানও কোনো অংশে কম নয়।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এনামুলের হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, সদস্য রেজাউল কবির, মাহমুদুর রহমান মামুন, দপ্তর সম্পাদক মজিরুল হক, সদস্য শামীম আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান, মাতাব উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলি, বাদেপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দুদু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরান হোসেন, সহ সভাপতি আফছর উদ্দিন, সহ প্রচার সম্পাদক হাবিব, সদস্য মুহাম্মদ রাদি প্রমুখ।
এছাড়াও গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
এএফ/০২