সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২১, ২০২৫
০৩:৩২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২৫
০৩:৩২ অপরাহ্ন
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭
দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একইসঙ্গে অন্যান্য ঘটনায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭২৭ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা ও ১টি কার্তুজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
জিসি / ০৩