ফ্যাসিবাদী কায়দায় গণগ্রেপ্তার চালিয়ে শ্রমিক আন্দোলন দমনের অপচেষ্টা চলছে : সিপিবি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৫
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৫
০৮:৩৮ অপরাহ্ন



ফ্যাসিবাদী কায়দায় গণগ্রেপ্তার চালিয়ে শ্রমিক আন্দোলন দমনের অপচেষ্টা চলছে : সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা কমিটির নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন ও  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কার্যালয় থেকে একযোগে ২২ জন গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে সংগঠন দুটির নেতারা। তারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কায়দায় গণগ্রেপ্তার চালিয়ে ন্যায্য শ্রমিক আন্দোলন দমনের অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। তা ছাড়া গণগ্রেপ্তারের উপযুক্ত জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। 

আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকার পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সিপিবি নেতারা।


এ সংক্রান্ত সংবাদ-

ব্যাটারি রিকশা আন্দোলন: বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক


সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ, সিলেটের রিকশা শ্রমিকদের আন্দোলনের অন্যতম সংগঠক মনীষা ওয়াহিদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিলেট শহরে দীর্ঘ ৪০ দিন ধরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে রাখা হয়েছে। সেখানে রিকশা মালিক ও চালক পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।


এ সংক্রান্ত সংবাদ-

সিসিকের গেইট ও সিএনজি ভাঙচুর মামলায় গ্রেপ্তার অ্যাডভোকেট সুমন


কিস্তি, ঘরভাড়া, দোকানদারের পাওনা ইত্যাদি মিলিয়ে মানবেতর পরিস্থিতি চলছে তাদের। নিরুপায় শ্রমিকরা গত দুই সপ্তাহ ধরে যানবাহন নিবন্ধন, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, অঞ্চলভিত্তিক রুট পারমিট প্রদান ইত্যাদি দাবি জানিয়ে আসছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে শ্রমিকদের এ আন্দোলনে আরোহী জনসাধারণসহ গণপরিবহন ব্যবহারকারী নাগরিকগণ সংহতি জানিয়েছেন। একটি চক্রান্তকারী মহল সংকটের সুরাহা করার পরিবর্তে ‘আবাদী হটাও, সিলেট বাঁচাও’ জিগির তুলে উগ্র আঞ্চলিকতাবাদী বিদ্বেষ ছড়াচ্ছে।

সিলেটের প্রশাসন এই গোষ্ঠীর অনুগামী হয়ে চরম শ্রমিক নিপীড়ন ও গ্রেফতার-নির্যাতন পরিচালনা করছে। 

সমাবেশে অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে চলমান জুলুম ও গণগ্রেপ্তার বন্ধ এবং কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি দেওয়া না হলে ট্রেড ইউনিয়ন ঘোষিত দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এদিকে সিলেট বাসদ অফিসে ব্লক রেইড দিয়ে রিকশা শ্রমিকসহ ২২ নেতাকর্মী এবং সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অবিলম্বে আটকদের মুক্তি এবং মহলবিশেষের স্বার্থে পুলিশ প্রশাসন কর্তৃক সম্পূর্ণ অযৌক্তিকভাবে শহর থেকে রিকশা উচ্ছেদ করে শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়ার অপতৎপরতা বন্ধের জোর দাবি জানান।


এএফ/০৪