সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ২০, ২০২৫
                        
                        ০১:২৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২০, ২০২৫
                        
                        ০২:১১ অপরাহ্ন
                             	
                             বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব
    সিলেটের গোয়াইনঘাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। ১৯ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—খাগড়া এলাকার একটি মোবাইল কোম্পানির টাওয়ার গেটের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনেই তার দেহ তল্লাশি করা হলে লুঙ্গির ভাঁজ থেকে নিজ হাতে বের করে দেওয়া একটি কালো পলিথিনে মোড়ানো ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। ওইসব প্যাকেট থেকে মোট ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারি ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৯)। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের বাসিন্দা ও হারিছ মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
জিসি / ০১