জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ১৪, ২০২৫
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২৫
০৫:১৮ অপরাহ্ন



জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। 

অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ২ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পূণরায় জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্ব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবি'র সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আধারে বৃষ্টির সুযোগে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেই। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেখান থেকে খুঁজে বের করে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবি'র টহল অব্যাহত আছে। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।’


এএফ/০১