সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ১২, ২০২৫
                        
                        ০২:৩৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১২, ২০২৫
                        
                        ০২:৪১ অপরাহ্ন
                             	
                             ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব পেলো এমসি কলেজ ছাত্রদল
    ২১ বছর পর সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এমসি কলেজ ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে এমসি কলেজে নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন।
এসময় রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতংকিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একধরণের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের পুণরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও এসময় মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রিয় সংসদের এই সভাপতি।
দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রিয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।
জিসি / ০৪