সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৯, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২৫
০৩:০৬ অপরাহ্ন
সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু
পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা।
মেলা উপলক্ষে শনিবার দুপুরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভা।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশজুড়ে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন। সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় স্থান পেয়েছে ৫৬টি স্টল। এসব স্টল থেকে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচা-কেনা চলবে বলে জানান আয়োজকরা।
জিসি / ০৪