সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৯, ২০২৫
০৫:০৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২৫
০৫:০৯ পূর্বাহ্ন
ছাত্রদলের কমিটির প্রতিবাদে মধ্যরাতে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হলগুলোতে কমিটি স্থগিত অথবা পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ছাত্রীরা।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হল থেকে মিছিল নিয়ে মাস্টার দা সূর্যসেন হল হয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে যান তারা। এর মধ্যে রোকেয়া এবং শামসুন নাহার হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে মিছিলে যোগ দেন। এরপর সবাই মিলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীরা ‘জুলাইয়ের রক্ত- বৃথা যেতে দিব না, ওয়ান টু থ্রি ফোর- হল পলিটিক্স নো মোর, গেস্টরুমের বিরুদ্ধে- ডাইরেক্ট অ্যাকশন, গণরুমের বিরুদ্ধে- ডাইরেক্ট অ্যাকশন, হলে হলে রাজনীতি- চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে রোকেয়া হল, সুফিয়া কামাল হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে রোকেয়া হলের ছাত্রী আছিয়া রেমিজা বলেন, হল প্রশাসনকে বলেছি ব্যবস্থা নিতে। এই কাজ তারা পারবেন না। সেজন্য উপাচার্যের কাছে এসেছি।
এএফ/০৩