সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৯, ২০২৫
০৪:৫০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২৫
০৪:৫০ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘ফোক ওয়েভ’ শিরোনামে একটি কনসার্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট ) এনইইউবি প্রাঙ্গনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডা. রঞ্জিত কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলি, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক আমির হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ।
স্বাগত বক্তব্যে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার জন্য ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিখনের পাশাপাশি অতিপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি আরও বলেন যে সঙ্গীত মানুষকে তার ক্লান্তি দূর করতে সাহায্য করে।
প্রধান অতিথির বক্ত্যব্যে অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধিত হয়। এরকম কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন ।
কালচারাল ক্লাবের ইভেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদুল আউয়াল সানি ও কার্যকরী কমিটির সদস্য রুবাইয়া জান্নাত শুচির সঞ্চালনায় এই অনুষ্ঠানে গান পরিবেশন করে কালচারাল ক্লাবের সদস্য জিৎ, নাফিস, দীপান্বিতা, সুমিতা, শরিফ, হৃদয়, সজীব, পিয়াস প্রমুখ। এছাড়াও গান পরিবেশন করে কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট অংশুমান বর্মণ ও সাবেক প্রেসিডেন্ট সপ্তর্ষি দেব শান। স্বনামধন্য ব্যান্ডদল ঐরাবত ও কোয়ার্টজ কনসার্টে সঙ্গীত পরিবেশন করে।
বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। উপস্থিত অথিতিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধুবাদ জানান ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ। তিনি ক্লাবের সাবেক সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।