শাবিপ্রবিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ২৯, ২০২৫
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২৫
০৮:২৭ অপরাহ্ন



শাবিপ্রবিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের সচেতন করতে ‘বাংলাদেশ ভোক্তা অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

প্রবন্ধে তিনি দেখান "কিভাবে ভোক্তারা সচেতনতার মাধ্যমে নিজেদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে। এছাড়া বাংলাদেশে কিসের কারনে প্রতারণায় শিকার হয় তা তুলে ধরেন শ্রোতাদের মাঝে। বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বাংলাদেশে ভোক্তাদের অধিকার রক্ষায় যেসব আইন প্রণয়ন করা হয়েছে তার পার্থক্য ব্যাখ্যা করেন। সেবা প্রদানের জন্য তাদের প্রতিবন্ধকতা তুলে ধরেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। আমরা আসা করি এই সেমিনারের মাধ্যমে আমরা সচেতন হবো যাতে একটা বিশেষ শ্রেণি ভোক্তাদের ঠকাতে না পারে। এতো সুন্দরভাবে সেমিনারটি আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।



এএফ/০৩